thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

টাকা দিয়ে গোসল!

২০১৩ অক্টোবর ২১ ১৭:৫৫:৩২
টাকা দিয়ে গোসল!
দিরিপোর্ট২৪ ডেস্ক : টাকার বিছানায় ঘুমানোর স্বপ্নপূরণের কথা ফাঁস হওয়ার পরদিনই টাকা দিয়ে জনসম্মুখে গোসল করলেন ভারতের সাবেক মন্ত্রী আচল শঙ্কর। শনিবার বিজেপি নেতা ও মধ্য প্রদেশের সাবেক মন্ত্রীকে ঈদ উপলক্ষে এক অনুষ্ঠানে টাকা দিয়ে গোসল করতে দেখা গেছে। খবর এনডিটিভির।

এর আগে এক ভিডিওতে দেখা গেছে আচল বলছেন, ‘আমি আমার টাকার বিছানায় শোয়ার স্বপ্ন পূরণ করতে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২০ লাখ টাকা উঠিয়েছি।’

এই ভিডিও প্রকাশের একদিন পরেই নির্বাচনী প্রচারণার কৌশল হিসেবে ৫০ বছর বয়সী এ রাজনৈতিক নেতাকে স্টেজে জনসম্মুখে টাকা দিয়ে গোসল করতে দেখা গেল।

ইতোমধ্যে দেশটির নির্বাচন কমিশন আচলকে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে নোটিশ পাঠিয়েছে। তাকে ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা বাবদ ১৬ লাখ টাকার বেশি ব্যয় করতে পারবে না।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর