thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

রংপুর, ঝিনাইদহ ও সিলেটে হরতাল রবিবার

২০১৩ নভেম্বর ৩০ ২০:৩১:৩৫
রংপুর, ঝিনাইদহ ও সিলেটে হরতাল রবিবার

দ্য রিপোর্ট ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীদের মুক্তি, নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার ও দলীয় নেতাকর্মী হতাহতের প্রতিবাদে রবিবার রংপুর, ঝিনাইদহের দুই উপজেলায় ও সিলেটের চার উপজেলায় হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।

আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর :

রংপুর : বিএনপি নেতা রুহুল কবির রিজভীর গ্রেফতারের প্রতিবাদে রংপুরে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

বিকেলে নগরীর গ্র্যান্ডহোটেল মোড়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোজাফফর হোসেন, যুগ্ম-আহবায়ক শহীদুল ইসলাম মিজু, সামছুজ্জামান সামু, ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিজবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালাম প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুরে শনিবার পুলিশের গুলিতে ইসরাইল হোসেন (২৬) নামে এক শিবিরকর্মী নিহত হয়েছেন। এর প্রতিবাদে রবিবার জেলার কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় হরতালের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট।

জেলা বিএনপির সভাপতি সাবেদ সাংসদ মশিউর রহমান দুই উপজেলায় হরতাল ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট : সিলেট জেলার দক্ষিণ সুরমা, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।

বৃহস্পতিবার অবরোধ চলাকালে নগরীর হুমায়ূন রশীদ চত্বরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নেতাকর্মীরা আহত হওয়ার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে এ হরতালের ডাক দেয়া হয়।

(দ্য রিপোর্ট/এসবি/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর