thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

ককটেল রাখার দায়ে ঢাবি শিক্ষার্থী আটক

২০১৩ নভেম্বর ৩০ ২২:১১:০২
ককটেল রাখার দায়ে ঢাবি শিক্ষার্থী আটক

ঢাবি প্রতিবেদক : অবিস্ফোরিত ককটেল রাখার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মওদুদ আহমেদকে আটক করেছে পুলিশ।

ঢাবির সূর্যসেন হলের পেছনে শনিবার দুপুরে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করার পর সন্ধ্যায় মওদুদকে আটক করে শাহবাগ থানা পুলিশ।

আটক মওদুদ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষ এবং কবি জসীম উদদীন হলের শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এএম আমজাদ আলী দ্য রিপোর্টকে তথ্যটি নিশ্চিত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে একজন শিক্ষার্থী সূর্যসেন হলের পেছনে যেখানে ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে সেখানে ব্যাগ খুঁজতে যায়। পরে কর্মরত কর্মচারীরা তাকে ধরে এবং সন্দেহজনকভাবে প্রক্টরের কাছে নিয়ে যায়।

জিজ্ঞাসাবাদের পর ওই শিক্ষার্থী স্বীকার করে যে ওই ককটেল রাখার পেছনে তার হাত রয়েছে।

ভারপ্রাপ্ত প্রক্টর দ্য রিপোর্টকে জানান, কর্মরত কর্মচারীরা সন্দেহজনকভাবে মওদুদকে আটকের পর জিঞ্জাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তাই তাকে পুলিশে দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/জেএইচ/এনডিএস/নভেম্বর ৩০,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর