thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

ধর্ষণের মামলায় গ্রেফতার হলেন তেজপাল

২০১৩ নভেম্বর ৩০ ২২:৩৪:৫২
ধর্ষণের মামলায় গ্রেফতার হলেন তেজপাল

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতে সাপ্তাহিক তেহেলকার প্রতিষ্ঠাতা তরুণ তেজপালকে ধর্ষণের মামলায় গ্রেফতার করেছে গোয়া পুলিশ। শনিবার বিকেল সাড়ে চারটায় গোয়ায় ক্রাইম ব্রাঞ্চ অফিস থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে এ মামলার শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে দেন। খবর এনডিটিভির।

৫০ বছর বয়সী তেজপালকে স্বাস্থ্য পরীক্ষার পর জেলহাজতে নিয়ে যাওয়া হয়। রবিবার তেজপালকে আবারও আদালতে হাজির করা হবে।

শনিবার জামিন শুনানির সময় বিচারক জানিয়েছেন, পুলিশি জিজ্ঞাসাবাদের সময় তেজপাল প্রতিদিন কিছু সময়ের জন্য আইনজীবীর সঙ্গে কথা বলতে পারবেন। এ সময় তেজপাল চাইলে বাসা থেকে রান্না করা খাবার আনিয়ে খেতে পারবেন।

এদিকে এই শুনানি চলাকালে তেজপাল তার গ্রেফতার এড়াতে আদালতে পাসপোর্ট জমা দিতে চান। এ সময় তার স্ত্রী ও মেয়ে আদালতে উপস্থিত ছিলেন।শুক্রবার গোয়ার পুলিশ শুক্রবার তরুণ তেজপালকে আটক করেছিল। তবে আদালত শনিবার সকাল পর্যন্ত তেজপালের জামিন আবেদন মঞ্জুর করেছিল।

তেহেলকা-র এক নারী সাংবাদিককে ধর্ষণের অভিযোগে গত সপ্তাহে গোয়ার পুলিশ তেজপালের বিরুদ্ধে মামলা করেছিল।

(দ্য রিপোর্ট/আদসি/এমডি/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর