thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

খালেদা জিয়ার প্রস্তাব গ্রহণযোগ্য নয় : হানিফ

২০১৩ অক্টোবর ২১ ১৮:৩৮:১০ ০০০০ 00 ০০ ০০:০০:০০
খালেদা জিয়ার প্রস্তাব গ্রহণযোগ্য নয় : হানিফ
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

সোমবার বিকেলে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পর রাজধানীর কাওরান বাজারের টিসিবি ভবনে নিজ কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

হানিফ প্রশ্ন রেখে বলেন, ‘১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টারা ছিলেন তারা বিএনপির কথা মতো নিরপেক্ষ ছিলেন। পরাজয়ের পর বিএনপি সেই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিল। তাহলে এখন তাদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে কিভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব?’

নির্বাচনকালীন সর্বদলীয় সরকার নিযে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রস্তাব দিয়েছেন কেবলমাত্র সেটা নিয়েই আলোচনা হতে পারে বলে মন্তব্য করেন হানিফ।

(দিরিপোর্ট২৪/আমান/এমএআর/এমডি/অক্টোবর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর