thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

আফগান-তালেবান আলোচনার আয়োজক পাকিস্তান

২০১৩ ডিসেম্বর ০১ ০১:০৬:২৯
আফগান-তালেবান আলোচনার আয়োজক পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক : আফগান সরকার ও সাবেক তালেবান শীর্ষ নেতার মধ্যে শান্তি আলোচনার আয়োজক হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। শনিবার আফগানিস্তানের কাবুলে আফগান-পাকিস্তান বৈঠকে নওয়াজ এ কথা বলেন। খবর রয়টার্সের।

নওয়াজ বলেন, ‘বারাদারকে মুক্তি দেওয়া হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে আজকে (শনিবার) বিস্তারিত আলোচনা করেছি। আমরা তার সঙ্গে আফগানিস্তানের সরকারের প্রতিনিধিদের বৈঠকের নিশ্চয়তা দিচ্ছি।’

এর আগে গত সেপ্টেম্বর তালেবানদের সেকেন্ড-ইন-কমান্ড মোল্লা আব্দুল গণি বারাদারকে মুক্তির ঘোষণা দেয় পাকিস্তান। তবে মুক্তির ঘোষণা দিলেও এখনও তিনি পাকিস্তান সরকারের কঠোর নজরদারির মধ্যে আছেন। আফগান সরকারের বিশ্বাস তালেবানদের সঙ্গে পুনরায় শান্তি আলোচনায় তার (বারাদার) উপস্থিতি প্রভাব ফেলবে।

আফগান সরকারের এক কর্মকর্তা ১০ দিন আগে বারাদারের সঙ্গে দেখা করতে পাকিস্তান সফর করেন।

২০১৪ সালে আফগানিস্তান থেকে সকল ইউএস সৈন্য প্রত্যাহার করা হবে। এ পরিস্থিতিতে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার।

(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর