thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

থাইল্যান্ডে বিক্ষোভে গুলি, নিহত ১

২০১৩ ডিসেম্বর ০১ ০১:৫৭:৩৫
থাইল্যান্ডে বিক্ষোভে গুলি, নিহত ১

দ্য রিপোর্ট ডেস্ক : থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে সরকার সমর্থকদের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। তবে কে বা কারা গুলি চালিয়েছে- তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। খবর আলজাজিরার।

রাজধানী ব্যাংককে শনিবার সন্ধ্যার পর এ গোলাগুলির ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা সরকারের সমর্থনে ‘লাল শার্ট’ পদযাত্রায় অংশগ্রহণকারী কয়েকজনকে মারধর করলে এ সংঘর্ষ শুরু হয়।

সরকারকে অচল করে দিতে বিক্ষোভকারীরা শনিবার সকালে দেশটির প্রধান দুইটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অবরোধ করে। রবিবার বিক্ষোভকারীদের প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করার কথা রয়েছে।

দেশটিতে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকারের বিরুদ্ধে এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভ চলছে।

সাবেক বিতর্কিত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার প্রতি অপছন্দ থেকে দেশটির মিশ্র রাজা সমর্থিত দল, দক্ষিণাঞ্চল ও শহরাঞ্চলের মধ্যবিত্ত শ্রেণির সঙ্গে বিরোধীপক্ষ সম্মিলিতভাবে সরকার বিরোধী ‘হলুদ শার্ট’ আন্দোলনের ডাক দেয়। বিক্ষোভকারীরা মনে করছে বর্তমান ক্ষমতাসীন ইংলাক সিনাওয়াত্রার পেছনের শক্তি হিসেবে কাজ করছেন থাকসিন।

(দ্য রিপোর্ট/এআইএম/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর