thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

যেকোনো মূল্যে সমাবেশের ঘোষণা হেফাজতের

২০১৩ ডিসেম্বর ০১ ০৪:০০:৪৪
যেকোনো মূল্যে সমাবেশের ঘোষণা হেফাজতের

মুন্সীগঞ্জ সংবাদদাতা : যেকোনো মূল্যে ২৪ ডিসেম্বর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির ঢাকা মহানগর আহবায়ক আল্লামা নূর হোসেন কাশেমী। মহাসমাবেশকে সফল করতে শনিবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মধুপুর হালিমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, বর্তমান সরকার মুসলমানদের ঈমান ও হকিকত নিয়ে খেলা খেলছে। এই খেলা প্রতিহত করতে আমাদের মাঠে নামতে হবে। দেশের জনগণের যেমন আন্দোলনের অধিকার আছে আমাদেরও তেমন আছে। আমাদের আন্দোলন ১৩ দফা বাস্তবায়নের জন্য।

আল্লামা নূর হোসেন কাশেমী আরো বলেন, বর্তমান সরকার জুলুম নির্যাতন করে আমাদের আন্দোলন স্তিমিত করতে চায়। আমরাও এ দেশের সংবিধান অনুযায়ী ধর্মীয় ও বাক-স্বাধীনতার অধিকার রাখি।

মুন্সীগঞ্জের মুক্তারপুরে হোফাজতের কর্মীদের ওপর শুক্রবার পুলিশী হামলা এবং গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।

ঢাকা (দক্ষিণ) হেফাজতে ইসলামের সভাপতি আলহাজ্ব আবদুল হামিদ পীর সাহেব মধুপুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর হেফাজতে ইসলামের যুগ্ম-আহ্বায়ক মাওলানা মাহফুজুল হক, ঢাকা মহানগর হেফাজতের সদস্য সচিব জুনায়েদ আল হাবিবী, মাওলানা বশির আহমেদ, মাওলানা খলিলুল রহমান বিক্রমপুরী প্রমূখ। এছাড়াও সভায় মুন্সীগঞ্জের ৬ উপজেলা, দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জসহ মোট নয়টি উপজেলার হেফাজতের সভাপতি ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।

সভায় ২২ ডিসেম্বর সকাল ১০টায় সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া কলেজ মাঠে একটি সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

(দ্য রিপোর্ট/জিএমএমও/এমএইচও/এসকে/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর