thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

মেহেরপুরে ককটেল বিস্ফোরণ

২০১৩ ডিসেম্বর ০১ ১০:১১:৩৯
মেহেরপুরে ককটেল বিস্ফোরণ

মেহেরপুর সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন রবিবার মেহেরপুরের বিভিন্ন স্থানে অবরোধ চলছে। অবরোধকারীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে, আগুন জ্বালিয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় অবরোধকারীরা বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর-কাথুলী সড়কের কায়েমকাটা মোড়, মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর মোড়, রামনগর, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দি বাজার এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে ১৮ দলের নেতাকর্মীরা।

মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর মোড়ে মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফারুক হোসেন, সদর উপজেলা জামায়াতের আমির রুহুল আমিনের নেতৃত্বে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় তারা হাতে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ করেন।

(দ্য রিপোর্ট/এমআর/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর