thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

তাঁতীবাজারে বাসে আগুন, ১৪টি ককটেল বিস্ফোরণ

২০১৩ ডিসেম্বর ০১ ১০:৫২:৫৪
তাঁতীবাজারে বাসে আগুন, ১৪টি ককটেল বিস্ফোরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। এছাড়া পুরান ঢাকায় পৃথক তিনটি স্থানে মোট ১৪টি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।

রবিবার সকাল পৌনে ১০টায় তাঁতীবাজারে ৭নং রুটের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। পরে তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোন হতাহত হয়নি।

এর কিছুক্ষণ পরেই বংশাল মোড়ে আরো ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বংশাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুদ্দুস মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

এদিকে, বেলা ১০টায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পরপর ৭টি ককটেল বিস্ফোরণ ঘটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

এ ব্যাপারে ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমন ফারুক মুন্না দ্য রিপোর্টকে বলেন, ছাত্রদল অবরোধের সমর্থনে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ৭টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

তবে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, এ ধরনের কোনো ঘটনা আমার জানা নাই।

(দ্য রিপোর্ট/এস/এমএআর/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর