thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বিবারকে চিত্রকর্ম মোছার নির্দেশ

২০১৩ ডিসেম্বর ০১ ১০:৫৪:৪৪
বিবারকে চিত্রকর্ম মোছার নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক : অস্ট্রেলিয়ার গোল্ডকোস্ট শহরের মেয়র সেখানকার একটি হোটেলের দেয়ালে আঁকা চিত্রকর্ম মুছে ফেলার নির্দেশ দিয়েছেন পপ আইকন জাস্টিন বিবারকে। বিবার তার ‘বিলিভ’ নামের ট্যুর চলাকালে হোটেলের দেয়ালে এই ছবি আঁকেন।

বিমূর্তধারার ছবিগুলো আঁকা হয়েছে ব্রিসবন থেকে ৫০ মাইল দূরের গোল্ডকোস্টের কিউটি হোটেলের টেনিস কোর্টে। এর একটি ছবি বিবারের ইনস্টাগ্রাম পাতায় শেয়ার করা হলে তাতে ৫ লাখ ৪৫ হাজারেরও বেশি লাইক পড়ে।

চিত্রকর্মে তিনি বিভিন্ন ধরনের রঙ ব্যবহার করে দৈত্যের ছবি এঁকেছেন। ছবিগুলো আঁকার পর মেয়র সেগুলো মুছে ফেলার নির্দেশ দেন। মেয়রের অফিস থেকে বিবারের হোটেলে ছবি মুছার সরঞ্জাম পাঠানো হয়। কিন্তু তার আগেই বিবার সিডনির কনসার্টে যোগ দিতে হোটেল ছেড়ে যান। বিবার ফিরে এসে ছবিগুলো মুছে ফেলবেন- এমন আশা ব্যক্ত করে মেয়র বিবারকে টুইটও করেছেন।

এর আগে নভেম্বরের শুরুতে বিবার ব্রাজিলের রিও ডি জেনেরিওতে হোটেলের দেয়ালে ছবি এঁকে আলোচনায় আসেন।

এদিকে স্থানীয় কাউন্সিল কিউটি হোটেলকে ওই চিত্রকর্ম মুছে ফেলার নির্দেশ দিয়েছে। কিন্তু হোটেল কর্তৃপক্ষ বিবারের স্মৃতি হিসেবে এগুলো সংরক্ষণ করতে চাচ্ছেন। তার মনে করছেন এটা গোল্ডকোস্টের সৌন্দর্যে নতুন একটি সংযোজন।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর