thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নেতাকর্মী শূন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

২০১৩ ডিসেম্বর ০১ ১১:০২:৫৭
নেতাকর্মী শূন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। অবরোধ শুরু হওয়ার আগেই শুক্রবার মধ্য রাতে গ্রেপ্তার হন দলের যুগ্ম-মহাসচিব ও দফতরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী আহমেদ। এরপর থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোনো নেতাকর্মী আসনেনি। মূলতঃ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখন নেতাকর্মী শূন্য।

রিজভী আহমেদ গ্রেফতারের পর দলের যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে মুখপত্রের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি অবরোধের প্রথম দিন শনিবার কার্যালয়ে আসেননি। অজ্ঞাত স্থান থেকে গণমাধ্যমে বিবৃত দিয়ে অবরোধের চিত্র তুলে ধরেছেন।

কার্যালয়ে অবস্থান করছেন অফিস সহকারী, পিয়নসহ মোট নয়জন। এরা হলেন- অফিস সুপারিনটেনডেন্ট আলহাজ্ব জলিল উদ্দিন, অফিস কেয়ারটেকার হাজী মো. রুস্তম আলী, অফিস স্টাফ মো. রফিকুল ইসলাম, মো. শামীম হোসেন, মো. আব্দুল গাফফার, মো. আজাদ, মো. নূর আলম লিটন, মো. ফারুক ও মো. মঞ্জু।

মো. শামীম হোসেন দ্য রিপোর্টকে জানান, ‘এখন পর্যন্ত দলের কেনো নেতাকর্মী অফিসে আসেননি। শুধুমাত্র আমরাই আছি।’

রবিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত দলীয় কার্যলায়ে কাউকে প্রবেশ করতে দেখা যায়নি। প্রতিদিনেরই মতো কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো।’

এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য দ্য রিপোর্টকে বলেন, রিজভী গ্রেফতারের পর দলের অপর যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। ’

সালাহউদ্দিন দলীয় কার্যালয়ে কখন আসবেন জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশি বাধার কারণে আসতে পারছেন না তিনি। তবে সবার সঙ্গে যোগাযোগ ও কথা বলছেন। আমি নিজেও তাকে দু-তিনটি টেলিভিশনে কথা বলতে দেখলাম।’

তার (সালাহউদ্দিন) সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, ফোনও বন্ধ- এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির ওই সদস্য বলেন, তিনি হয়তো আড়ালে থেকে কথা বলছেন। আবার চেষ্টা করেন, পেয়ে যাবেন।

(দ্য রিপোর্ট/ এমএইচ/এমএআর/ডিসম্বের ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর