thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মনোনয়ন জমার সময় বাড়ানোর আবেদন জানাবে জাপা

২০১৩ ডিসেম্বর ০১ ১১:২৩:১১
মনোনয়ন জমার সময় বাড়ানোর আবেদন জানাবে জাপা

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) একটি প্রতিনিধি দল রবিবার বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে তার কার্যালয়ে দেখা করবেন। এ সময় তারা ইসিকে (নির্বাচন কমিশন) মনোনয়নপত্র জমাদানের সময় বাড়ানোর আবেদন জানাবেন বলে জানা গেছে।

ছয় দফা দাবি নিয়ে তারা সিইসির সঙ্গে কথা বলবেন। দাবিগুলোর মধ্যে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে পুনঃতফসিল ঘোষণার বিষয়টি রয়েছে।

সূত্র জানায়, আওয়ামী লীগ নিজেই পুনঃতফসিল চায়। কিন্তু তারা নিজেরা বলতে পারছে না। এ কারণে জাতীয় পার্টিকে দিয়ে তারা পুনঃতফসিলের বিষয়টি নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করতে চাচ্ছে।

ইসি সূত্র জানায়, শীঘ্রই পুনঃতফসির ঘোষণা হতে পারে। আর পুনঃতফসিল অনুযায়ী নির্বাচনের সম্ভাব্য তারিখ ১৬ জানুয়ারি হতে পারে।

২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচনকমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে চারবার তফসিল পরিবর্তন করা হয়েছিল।

(দ্য রিপোর্ট/এমএস/এসএ/এইচএসএম/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর