thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সিরাজগঞ্জে অ্যাম্বুলেন্স ভাঙচুর

২০১৩ ডিসেম্বর ০১ ১১:৩৮:৪১
সিরাজগঞ্জে অ্যাম্বুলেন্স ভাঙচুর

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জে অবরোধকারীদের সঙ্গে র‌্যাব ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ, অ্যাম্বুলেন্স ভাঙচুরের মধ্য দিয়ে চলছে ১৮ দলের ডাকা দ্বিতীয় দিন রবিবারের অবরোধ।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সীমান্ত বাজারে সকালে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধকারীরা মহাসড়ক অবরোধ করে। এ সময় র‌্যাব ও পুলিশ এলে অবরোধকারীরা তাদের লক্ষ্য করে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। র‌্যাব ও পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়াও অবরোধকারীরা উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী একটি অ্যাম্বুলেন্স ও দুটি ট্রাক ভাঙচুর করে।

অপরদিকে সিরাজগঞ্জ শহরের সমাজ কল্যাণ মোড়ে লাঠি মিছিল করে এবং টায়ার জ্বালিয়ে সিরাজগঞ্জ-কাজীপুর সড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর