thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

দক্ষিণ আফ্রিকার জয়

২০১৩ ডিসেম্বর ০১ ১১:৪২:১১
দক্ষিণ আফ্রিকার জয়

দ্য রিপোর্ট ডেস্ক : শনিবার সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে জয় পেয়েছে। ম্যাচ হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান।

টস হেরে ব্যটিং করতে নামা পাকিস্তান প্রথম ওভারেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আহমেদ শেহজাদকে হারায়। কোন রান না করেই ফিল্যান্ডারের বলে দলীয় ২ রানের মাথায় আমলার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তৃতীয় ওভারের প্রথম বলে সতসবে আসাদ শফিককে তুলে নিলে চাপে পড়ে সফরকারীরা।

১০ ও ১৬তম ওভারে ওমর আমিন ও মাকসুদকে তুলে নেন ম্যাকলারেন। দুজনেই ২৫ রান করে সংগ্রহ করেন। ৪ উইকেট পতনের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। শুধু মিসবাহ ছিলেন ব্যতিক্রম। তার করা ৭৯ রানের কল্যাণে ১৭৯ রান করতে সক্ষম হয় সফরকারীরা।

মিসবাহর ৭৯ রানের পর সর্বোচ্চ সংগ্রহ ২৫ রান। নবম ব্যটসম্যান হিসেবে খেলতে নেমে আব্দুর রহমান করেন ২২ রান। ৪৬তম ওভারে ১৭৯ রানে অলআউট হয় সফরকারীরা।

স্বাগতিকদের পক্ষে ফিল্যান্ডার ৩টি, সতসবে, ম্যাকলারেন ও তাহির ২টি করে উইকেট লাভ করেন।

কক ও আমলার ভালো সূচনা থামান ভাট্টি। ১৫ রানে ফেরেন কক। দলীয় ৪৯ রানে ডেভিস আজমলের বলে ও ৭৫ রানে আমলা রান আউট হন। আমলা করেন ৪১ রান। ১৯তম ওভারে ডুমিনি রহমানের শিকারে পরিণত হলে ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। উইকেটে এসে ভিলিয়ার্স, মিলান ও ম্যাকলারেনের সঙ্গে ৪০ রানের ২টি জুটি গড়েন। মিলার ২৪ রান করে সোহেল তানভির ও ম্যাকলানের ১৭ রান করে সাঈদ আজমলের বলে আউট হন। ৪৮ রানে অপরাজিত থাকেন ডি ভিলিয়ার্স। ৩৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় তারা।

পাকিস্তানের পক্ষে সাঈদ আজমল ২টি, সোহেল তানভির, বিলাওয়াল ভাট্টি ও আব্দুর রহমান একটি করে উইকেট লাভ করেন।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ১৭৯(মিসবাহ ৭৯*, ফিল্যান্ডার ২৬/৩)

দক্ষিণ আফ্রিকা: ১৮১/৬(ডি ভিলিয়ার্স ৪৮*, আজমল ৩৪/২)

ফল: দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: ভিরনন ফিল্যান্ডার(দক্ষিণ আফ্রিকা)

সিরিজ সেরা: সাঈদ অজমল(পাকিস্তান)

(দ্য রিপোর্ট/এমআই/জেএম/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর