thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

কুমিল্লায় পুলিশ-শিবির সংঘর্ষ : আহত ২০ আটক ১

২০১৩ ডিসেম্বর ০১ ১১:৫২:৫৮
কুমিল্লায় পুলিশ-শিবির সংঘর্ষ : আহত ২০ আটক ১

কুমিল্লা সংবাদদাতা : ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে পুলিশ ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষ হয়েছে। এতে ইমাম হোসেন (২২) নামে এক শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন।

আহতদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৯টি মোটর সাইকেল আটক করে।

রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত মহাসড়কের শহীদ নগরের সোনালী আঁশ জুট মিল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল দ্য রিপোর্টকে জানান, মহাসড়কের শহীদনগর এলাকায় অবরোধকারীরা সড়ক অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে তারা ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ব্যাপক সংঘর্ষ হয়। এসময় ৯টি মোটর সাইকেল আটক করা হয়। সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতার অভিযান চলছে বলে তিনি জানান।

এ বিষয়ে কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রশিবির সভাপতি লুৎফুর রহমান খান মাসুম দ্য রিপোর্টকে জানান, আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ পালন করছিলাম। পুলিশ বিনা উস্কানিতে আমাদের কর্মীদের উপর হামলা, লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে এবং জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করে। যা নজিরবিহীন ঘটনা। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ আমাদের ২০ কর্মী আহত হয়েছে।

এদিকে সকাল ১০টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা ধনুসারা এলাকায় সড়ক অবরোধকালে চৌদ্দগ্রাম থানা পুলিশ আনোয়ার হোসেন (৪০) নামে একজনকে আটক করে।

চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী দ্য রিপোর্টকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/জেপি/জেএম/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর