thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

তৃতীয় দফা বাড়ল আয়কর রিটার্নের সময়

২০১৩ ডিসেম্বর ০১ ১২:১৩:৪৮
তৃতীয় দফা বাড়ল আয়কর রিটার্নের সময়

দ্য রিপোর্ট প্রতিবেদক : আয়কর রিটার্নের মেয়াদ তৃতীয় দফা বাড়ানো হলো। ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ মেয়াদ বাড়ানো হয়েছে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মুমেন দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আয়কর রিটার্নের মেয়াদ ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ৩১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপে বাড়ানো হয়। ১ নভেম্বর থেকে দ্বিতীয় দফায় এবং ১ ডিসেম্বর থেকে তৃতীয় দফায় বাড়ানো হলো।

মেয়াদ বাড়ানোর ব্যাপারে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মুমেন আরো বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও হরতাল-অবরোধের কারণে এর মেয়াদ বাড়ানো হয়েছে।

শনিবার মিডিয়ার সামনে এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন আয়কর রিটার্ন বাড়ানোর কথা বলার একদিন পরই রবিবার ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্নের মেয়াদ বাড়ানো হলো।

এনবিআর সূত্রে জানা গেছে, চলতি ২০১৩-১৪ অর্থ বছরে এখন পর্যন্ত ৬ লাখের অধিক আয়কর রিটার্ন জমা পড়েছে।

উল্লেখ্য, গত ২০১২-১৩ অর্থ বছরে মোট ১১ লাখ ৩৪ হাজার আয়কর রিটার্ন জমা পড়েছিল। এতে এনবিআর প্রায় ১৫-শ কোটি টাকা আদায় করে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের ২য় সচিব আশরাফুল ইসলাম জানান, ই-টিন পদ্ধতিতে কিছুটা জটিলতা থাকায় আয়কর রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিও আয়কর রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বাড়ানোর অন্যতম কারণ ।

এনবিআর-এর তথ্য অনুসারে, দেশের ৩৩ লাখ কর সনাক্তকারী নম্বরধারী (টিআইএন) রয়েছে। কিন্তু নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন প্রায় ১৭ লাখ মানুষ। এর মধ্যে ১১ লাখের অধিক মানুষ কর প্রদান করে থাকেন।

(দ্য রিপোর্ট/এস/এপি/এমডি/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর