thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

সারাদেশে গাড়িতে আগুন, ভাঙচুর, ধাওয়া-পাল্টাধাওয়া

২০১৩ ডিসেম্বর ০১ ১২:২০:০৮
সারাদেশে গাড়িতে আগুন, ভাঙচুর, ধাওয়া-পাল্টাধাওয়া

দ্য রিপোর্ট ডেস্ক : ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয়দিন রবিবার রাজধানীসহ সারাদেশে গাড়িতে আগুন, ভাঙচুর, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও সংবাদদাতাদের পাঠানো খবর :

ঢাকা : রাজধানীর ধানমন্ডি, বংশাল ও তাঁতীবাজারে বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিল করেছে ১৮ দলের নেতাকর্মীরা।

গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি-পুলিশ সংঘর্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলসহ ৩০ জন আহত হয়েছেন।

রাজশাহী : রেললাইনের ফিশপ্লেট ও নাট খুলে ফেলায় রাজশাহীর চারঘাট উপজেলার সলুয়া জোকুয়ার বিলের মধ্যে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেসের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা ও খুলনাসহ উত্তরাঞ্চলের সঙ্গে রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকে লাইনচ্যুত ইঞ্জিন ও বগিগুলো উদ্ধারের কাজ শুরু করা হয়েছে।

টঙ্গী : টঙ্গীতে থানা স্বেচ্ছাসেবক দল রবিবার সকালে নতুন বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে ইটপাটকেল ছুড়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ গিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে শ্রমিকবাহী একটি বাসে গানপাউডার ঢেলে আগুন দিয়েছে অবরোধকারীরা। এ সময় বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পাঁচ শ্রমিক আহত হয়েছেন। সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সামনে সকাল ৭টায় নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম : ভাঙচুর, বোমাবাজি, আর ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যদিয়ে চট্টগ্রামে পালিত হচ্ছে বিএনপি ও শিবিরের ডাকা হরতাল এবং ১৮ দলের অবরোধ কর্মসূচি। রবিবার সকাল ৮টায় নগরীর বহাদ্দারহাট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ ৩ জনকে আটক করেছে। এ সময় অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ৮-১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

বরিশাল : ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন রবিবার রূপাতলীতে একটি ট্রাকে অগ্নিসংযোগ, নগরীর দুটি স্থানে সড়ক অবরোধের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় মহাসড়কের কোথায়ও দাঁড়াতে পারেনি তারা। অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল করছে না। লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে অবরোধকারীদের সঙ্গে র‌্যাব ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ, অ্যাম্বুলেন্স ভাঙচুরের মধ্য দিয়ে চলছে ১৮ দলের ডাকা দ্বিতীয় দিন রবিবারের অবরোধ।অপরদিকে সিরাজগঞ্জ শহরের সমাজ কল্যাণ মোড়ে লাঠি মিছিল করে এবং টায়ার জ্বালিয়ে সিরাজগঞ্জ-কাজীপুর সড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

চাঁদপুর : চাঁদপুর-লাকসাম রেলপথের মেহের স্টেশন এলাকায় রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলে অবরোধকারীরা। রবিবার ভোর ৫টার দিকে এ নাশকতামূলক কর্মকাণ্ড চালায় তারা। যদিও এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এদিকে চাঁদপুর কুমিল্লা মহাসড়কের বাকিলা এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করে অবরোধীকারীরা। যদিও পুলিশ গিয়ে গাছের গুঁড়ি সরিয়ে ফেলে।

হাজীগঞ্জ (চাঁদপুর) : হাজীগঞ্জে কয়েকটি গাড়ি ভাঙচুর, মহাসড়কে অগ্নিসংযোগ ও মহাসড়কের উপর গাছের টুকরো এবং বিদ্যুতের পিলার দিয়ে অবরোধ করে। সকাল ৭টায় বিজিবির সদস্যরা এসে তা সরিয়ে দেয়।

মেহেরপুর : মেহেরপুরের বিভিন্ন স্থানে অবরোধ চলছে। অবরোধকারীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে, আগুন জ্বালিয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় অবরোধকারীরা বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটায়।

(দ্য রিপোর্ট/এএস/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর