thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সহিংসতা বন্ধ না হলে পর্যবেক্ষক নয় : ইইউ

২০১৩ ডিসেম্বর ০১ ১২:২৯:৩৯
সহিংসতা বন্ধ না হলে পর্যবেক্ষক নয় : ইইউ

দ্য রিপোর্ট প্রতিবেদক : সহিংসতা বন্ধ না হলে দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না ইউরোপীয় ইউনিয়ন (ইউ)।

ইসি কার্যালয়ে রবিবার সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন ইউ রাষ্ট্রদূত ইউলিয়াম হানা।

তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বাত্মক নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করতে চায় ইইউ। আমরা এ দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সর্বাত্মক নির্বাচন দেখতে চাই। বিষয়টি আমরা সিইসিকে জানিয়েছি।

ইউলিয়াম হানা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি চলতে থাকলে বিষয়টি নিয়ে অন্যকিছু ভাবতে পারি আমরা।

২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এসএ/এমএআর/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর