thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

আজিমপুরে শিবিরের মিছিল, গাড়ি ভাঙচুর, আটক ৪

২০১৩ ডিসেম্বর ০১ ১২:৩৪:০৬
আজিমপুরে শিবিরের মিছিল, গাড়ি ভাঙচুর, আটক ৪

দ্য রিপোর্ট প্রাতিবেদক : রাজধানীর আজিমপুর কবরস্থান এলাকায় ঝটিকা মিছিল বের করে লালবাগ থানা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এ সময় তারা আটটি গাড়ি ভাঙচুর করে।

এছাড়া গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে পুলিশ চারজনকে আটক করে। রবিবার সকাল সাড়ে ৯টায় এই ঘটনা ঘটে।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল মোস্তাকিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিবির একটি ঝটিকা মিছিল বের করে। মিছিল থেকে গাড়ি ভাঙচুরের চেষ্টা করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়েছে। তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়েছে।

আটকদের পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/ডি/এফএস/এমএআর/ডিসেম্বর ১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর