thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

আরটিভির দুই সাংবাদিকের ওপর হামলা

২০১৩ ডিসেম্বর ০১ ১২:৪৭:৪৩
আরটিভির দুই সাংবাদিকের ওপর হামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : পেশাগত দায়িত্ব পালনের সময় আরটিভির রিপোর্টার তানজীদ রনি ও তার সঙ্গের ক্যামেরাপারসনকে সরকারদলীয় কর্মীরা মারধর করেছে। কামরাঙ্গীচরে রবিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

ক্যামেরাপারসনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংবাদ সংগ্রহ করতে গেলে সরকারদলীয় সমর্থকদের হাতে মারধরের শিকার হন তারা। এ সময় তাদের ক্যামেরাও ছিনিয়ে নেওয়া হয়। পরে তাদের পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

লালবাগ জোনের উপ-কমিশনার হাবিবুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, আটক দুজনের পরিচয় নিশ্চিত হয়ে দ্রুত ছেড়ে দেওয়া হবে।

(দ্য রিপোর্ট/ডি/এমএইচও/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর