thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

জজকোর্টের সামনে বাসে আগুন, আটক ১

২০১৩ ডিসেম্বর ০১ ১২:৪৯:৫১
জজকোর্টের সামনে বাসে আগুন, আটক ১

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর জজকোর্টের সামনে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বত্তরা। রবিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাসের চালক চঞ্চল মিয়া দ্য রিপোর্টকে বলেন, জজকোর্টের সামনে যাত্রী তোলার সময় পেছন দিক থেকে দুর্বৃত্তরা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। তবে দুটি আসন পুড়ে যায়।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম দ্য রিপোর্টকে বলেন, ঘটনাস্থল থেকে হাতেনাতে হৃদয় মিয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

(দ্য রিপোর্ট/এলআরএস/এপি/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর