thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

বেলের হ্যাটট্রিকে রিয়ালের জয়

২০১৩ ডিসেম্বর ০১ ১৩:০২:২৩
বেলের হ্যাটট্রিকে রিয়ালের জয়

দ্য রিপোর্ট ডেস্ক : ইনজুরির জন্য ক্রিশ্চিয়ানো রোনালদো দলের বাইরে থাকলেও সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার গেরেথ বেলের হ্যাটট্রিকে তারা ৪-০ গোলে হারিয়েছে রিয়াল ভায়াদোলিদকে।

খেলার ৩ ও ৬ মিনিটে সুযোগ নষ্ট করেছে রিয়াল। কিন্তু ৩৩ মিনিটে ভুল করেননি বেলে। দি মারিয়ার জোরালো শট প্রতিপক্ষের গোলরক্ষক ফিরিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। বল পেয়ে যান সুযোগ সন্ধানী বেলে। আর তখনই বল জায়গা মতো পাঠিয়ে দিয়েছেন এই ইংলিশ ম্যান। ৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা।

৬৮ মিনিটে দ্বিতীয় গোল করেন বেলে। আর ৮৯ মিনিটে মার্সেলোর ঠেলে দেওয়া বলে রিয়ালের হয়ে প্রথম হ্যাটট্রিক পূরণ করেন ২৪ বছর বয়সী বেলে। এটি লিগে তার সপ্তম গোল।

১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ৩ নাম্বরে আছে রিয়াল। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

(দ্য রিপোর্ট/এমআই/সিজি/ডিসেম্বর ১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর