thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

নাটোরে ট্রেনে পেট্রোল বোমা

২০১৩ ডিসেম্বর ০১ ১৩:০৪:৩৯
নাটোরে ট্রেনে পেট্রোল বোমা

নাটোর সংবাদদাতা : নাটোরের নলডাঙ্গা স্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনে পেট্রোল বোমা ছুড়ে মারে অবরোধকারীরা। এতে একটি বগিতে আগুন ধরে যায়। যাত্রীরা সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলেন। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন। রবিবার সকালে এ ঘটনা ঘটে।

নাটোর স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি নাটোরের নলডাঙ্গা স্টেশনে প্রবেশের সময় অবরোধকারীরা ট্রেনটি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে ট্রেনের একটি বগিতে আগুন ধরে যায়। ট্রেনের যাত্রীরা সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলায় ট্রেনটি রক্ষা পায়।

স্থানীয়রা জানান, এ ঘটনায় মহিলা ও শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। এ ঘটনার পর ট্রেনটি আহত যাত্রীদের নিয়ে সকাল ১০টার দিকে নাটোর স্টেশন থেকে ছেড়ে যায়।

(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর