thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মাঠে নেমে আমাদেরকে হত্যা করুন : মায়া

২০১৩ ডিসেম্বর ০১ ১৩:০৬:১২
মাঠে নেমে আমাদেরকে হত্যা করুন : মায়া

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরোধী দলকে উদ্দেশ্যে করে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, অবরোধের নামে নিরীহ মানুষকে হত্যা করবেন না। সাহস থাকলে মাঠে নেমে আমাদেরকে হত্যা করুন।

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে রবিবার অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মায়া বলেন, অবরোধ দিয়ে, গাড়িতে অগ্নিসংযোগ করে, মানুষ পুড়িয়ে হত্যা করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কোথাও কোন অবরোধ হচ্ছে না- এমন দাবি করে তিনি বলেন, বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি বাংলার জনগণ ঘৃণাভরে প্রত্যাখান করেছে। সবকিছু স্বাভাবিক নিয়মেই চলছে। শুধু মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে।

বিরোধী দলকে সতর্ক করে আওয়ামী লীগের এই নেতা বলেন, নির্বাচন সফল করতে দলীয় নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণার পাশাপাশি মাঠে থেকে বিএনপি-জামায়াতের যে কোন নাশকতামূলক কর্মকাণ্ডের সমুচিত জবাব দেবে।

(দ্য রিপোর্ট/এইউএ/জেএম/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর