thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

ঢাবিতে শিক্ষকদের মৌন মিছিল

২০১৩ ডিসেম্বর ০১ ১৩:২৬:০৭

ঢাবি প্রতিবেদক : নির্বাচনী তফসিল বাতিল ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মৌন মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের শিক্ষকরা।

রবিবার বেলা সাড়ে ১১টায় বের হওয়া মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসি ঘুরে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।

এর আগে ভিসি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে সাদা দলের শিক্ষকরা বলেন, আমরা গণতন্ত্রের পক্ষে, নাশকতার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। সরকার দেশকে নাশকতার দিকে ঠেলে দিচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকদের আহ্বায়ক অধ্যাপক ড. সদরুল আমিনের নেতৃত্বে এসময় মৌন মিছিলে উপস্থিত ছিলেন ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুন আহমেদ, সাদা দলের শিক্ষক অধ্যাপক ড. ফজলুল আমিন, অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক ড. আকতার হোসেন, অধ্যাপক লায়লা নুর ইসলাম প্রমুখ।

(দ্য রিপোর্ট/জে/জেএম/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর