thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

সাতক্ষীরায় সড়ক অবরোধ, বাসে আগুন

২০১৩ ডিসেম্বর ০১ ১৩:৩০:২০
সাতক্ষীরায় সড়ক অবরোধ, বাসে আগুন

সাতক্ষীরা সংবাদদাতা : অবরোধের দ্বিতীয় দিন রবিবার সাতক্ষীরা-যশোর মহাসড়কে বড় বড় গাছের গুঁড়ি ফেলে ও বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে সড়ক অবরোধ করে জামায়াত-শিবিরকর্মীরা।

পরে তারা সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক মন্ডল।

অন্যদিকে, আলীপুর চেকপোস্ট এলাকায় রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বিআরটিসির (ঢাকা মেট্রো -৫১৯) একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা।

এছাড়া শহরের অদূরে সাতক্ষীরা-খুলনা মহসড়কের বিনেরপোতা এলাকায় টায়ার জ্বালিয়ে ও বালির বস্তা ফেলে সড়ক অবরোধ করে সমর্থকরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

অপরদিকে, ভোমরা স্থল বন্দর এলাকায় সকালে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা।

অবরোধের কারণে সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন পরিবহন ছেড়ে যায়নি। নাশকতা এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এমএআর/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর