thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

চট্টগ্রামে পুলিশের উপর ককটেল নিক্ষেপ

২০১৩ ডিসেম্বর ০১ ১৩:৪৭:৪০
চট্টগ্রামে পুলিশের উপর ককটেল নিক্ষেপ

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে ১৮ দলের ডাকা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচির দ্বিতীয়দিন রবিবার পালিত হচ্ছে ভাঙচুর, বোমাবাজি, ও ধাওয়া পাল্টা-ধাওয়ার মধ্য দিয়ে। সকাল ৮টায় বহাদ্দারহাট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের-সংঘর্ষ হয়। অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ৮-১০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ ৩ জনকে আটক করে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ দ্য রিপোর্টকে জানান, অবরোধকারীরা সকালে রাস্তায় গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। পুলিশ পিকেটারদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তিনজনকে আটক করা হয়। অন্যদিকে ইস্পাহানী মোড়, কাজীর দেউড়ী এলাকায় পিকেটাররা কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া সীতাকুণ্ডে রাতে কয়েকটি গাড়িতে আগুন দেয় পিকেটাররা।

অপরদিকে উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে শিবির চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। অন্যদিকে উত্তর জেলা শিবিরের সভাপতি কুতুব উদ্দিন শিবলীকে গ্রেফতারের প্রতিবাদে একই দিন হরতালের ডাক দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/কেএইচসি/এফএস/এএস/ডিসেম্বর ১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর