thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

রংপুরে হরতাল-অবরোধ চলছে

২০১৩ ডিসেম্বর ০১ ১৩:৫০:৪৬
রংপুরে হরতাল-অবরোধ চলছে

রংপুর সংবাদদাত : রংপুরে ১৮ দলের হরতাল-অবরোধ কর্মসূচি একই সঙ্গে পালিত হচ্ছে। অবাধ, সুষ্ঠু নির্বাচন ও কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ এবং রংপুরের সন্তান রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে তারা।

হরতাল-অবরোধের কারণে রবিবার কোন ব্যবসা প্রতিষ্ঠান খোলেনি। গণপরিবহনের চলাচলও কম। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও বড় ধরনের কোন সহিংসতা হয়নি।

হরতাল-অবরোধের প্রথম প্রহরে নগরীর সোনালী ব্যাংক এলাকায় যুবদল টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। এসময় তারা ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়।

অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশ, র‌্যাবের পাশাপাশি চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রংপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

(দ্য রিপোর্ট/আরএস/এমএআর/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর