thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নাটোরে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

২০১৩ ডিসেম্বর ০১ ১৩:৫৮:২৫
নাটোরে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

নাটোর সংবদাদাতা : বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে জেলা বিএনপি। রবিবার দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক আমিনুল হক এই ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব সামসুর রহমান শিমুল বিশ্বাসসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে সোমবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের আহবান করা হয়েছে। তবে সংবাদপত্র, সাংবাদিকবাহী গাড়ী, রোগী বহনকারী গাড়ী, খাবার ও ঔষধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এনএইচ/জেএম/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর