thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

মালয়েশিয়ায় বাংলাদেশি নারী খুন

২০১৩ ডিসেম্বর ০১ ১৪:০৩:০৪
মালয়েশিয়ায় বাংলাদেশি নারী খুন

দ্য রিপোর্ট ডেস্ক : মালয়েশিয়ায় এক বাংলাদেশি নারী খুন হয়েছেন। শনিবার বিকেলে ক্লাং ভ্যালির জালান বাতু টিগা লামার একটি তিনতলা শপহাউসে এই ঘটনা ঘটে। এই ঘটনায় একজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। খবর দি স্টার ডটকমের।

নিহত নারীর নাম জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল।

পুলিশ জানায়, এই ঘটনার আগে ৩১ বছর বয়সী ওই নারী তার ছেলেবন্ধুর সঙ্গে দুপুরের খাবার খাওয়ার পর বাসায় ফিরে। তার ছেলেবন্ধু স্থানীয় সময় বিকেল আড়াইটার পর সেখানে আসলে দেখেন ঘরে অন্য কেউ আছে। তিনি চোর মনে করে ধাওয়া করে একজনকে ধরে ফেলেন।

এরপর বেডরুমে গিয়ে দেখতে পান তার বান্ধবীর কাপড় মোড়ানো মৃতদেহ পড়ে আছে।

উত্তর ক্লাং পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ শুকুর সুলং জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে বিছানা চাদর দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ময়না তদন্তের জন্য লাশ হসপিটাল টেংকু আম্পুয়ান রাহিমা (এইচটিএআর)-তে নিয়ে যাওয়া হয়েছে।

মোহাম্মদ শুকুর আরো জানান, ৩২ বয়সী অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পেনাল কোডের ৩০২ সেকশন অনুসারে ঘটনাটির তদন্ত করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর