thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

২ নাম্বারে ভারত

২০১৩ ডিসেম্বর ০১ ১৪:০৫:৪৫
২ নাম্বারে ভারত

দ্য রিপোর্ট ডেস্ক : আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২ নাম্বারে অবস্থান করছে ভারত। তাদের থেকে ১২ পয়েন্ট এগিয়ে এক নাম্বারে আছে দক্ষিন আফ্রিকা।

৫ ডিসেম্বর থেকে ভারত-দক্ষিন আফ্রিকার মধ্যে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে রবিবার আইসিসি এই র‌্যাঙ্কিং ঘোষণা করেছে।

ভারতের রবীচন্দ্রন অশ্বিন সেরা টেস্ট অলরাউন্ডার হিসেবে তালিকায় জায়গা পেয়েছেন।

এ ছাড়া বিরাট কোহলির সঙ্গে ব্যাটসম্যান তালিকায় শীর্ষ ২০ জনের মধ্যে চলে এসেছেন চেতেশ্বর পুজারা।

এদিকে শীর্ষ ১০ বোলারের তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের ২ স্পিনার। অশ্বিন ৫ ও প্রজ্ঞান ওঝা ৯ নাম্বরে অবস্থান করছেন।

সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ জিতে র‌্যঙ্কিংয়ে এগিয়ে গেছে ভারত। তার আগে ধোনিরা জিতেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ৯৫ পয়েন্ট নিয়ে ৬ নাম্বারে এবং ৭৫ পয়েন্ট নিয়ে ৮ নাম্বারে অবস্থান করছে নিউজিল্যান্ড।

(দ্য রিপোর্ট/এমআই/আরএ/ডিসেম্বর ১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর