thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

লিবিয়ায় কারাগার ভেঙে ৪০ কয়েদির পলায়ন

২০১৩ ডিসেম্বর ০১ ১৪:১০:৫১
লিবিয়ায় কারাগার ভেঙে ৪০ কয়েদির পলায়ন

দ্য ‍রিপোর্ট ডেস্ক : লিবিয়ায় দক্ষিণাঞ্চলে কারাগার ভেঙে অন্তত ৪০ জন কয়েদি পালিয়ে গেছে।

দেশটির সাবহা শহরে শুক্রবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। ওই কারাগারে কয়েকজন অজ্ঞাত পরিচয় বন্দুকধারী হামলা চালানোর পর এসব কয়েদি পালিয়ে যান বলে সিনহুয়ার প্রতিবেদনে জানা গেছে।

কারাগারের পরিচালক নাসর শাহবান জানান, বন্দুকধারীরা কারাগারের প্রবেশ পথের কাছে নির্বিচারে গুলি চালাতে থাকে। পরে তারা কারাগারের ভেতরে ঢুকে কয়েদিদের খুঁজতে শুরু করে।

কয়েদিদের খুঁজে পাওয়ার পর বন্দুকধারীরা তাদের নিয়ে পালিয়ে যায়।

লিবিয়ায় নিরাপত্তা রক্ষার জন্য সরকারকে নির্ভর করতে হচ্ছে মিলিশিয়ার ওপর। এজন্য দেশটিতে প্রায়ই কারাগার ভেঙে কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর