thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

‘পরাজয়ের ভয়ে নির্বাচনে আসছে না বিএনপি’

২০১৩ ডিসেম্বর ০১ ১৪:১২:২০
‘পরাজয়ের ভয়ে নির্বাচনে আসছে না বিএনপি’

বরিশাল সংবাদদাতা : নির্বাচনকালীন সরকারের ভূমি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আমীর হোসেন আমু বলেন, পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে অংশ নিতে চাচ্ছে না। তারা আন্দোলনের নামে নিরীহ মানুষকে পুড়িয়ে মারছে।

তিনি বলেন, নির্বাচনে কারা অংশ নিলো- এটা বড় কথা নয়; কত ভোটার ভোট দিলো সেটাই মূখ্য বিষয়।

বরিশাল সার্কিট হাউসে রবিবার সকাল ১১টায় আমীর হোসেন আমু সংশ্লিষ্ট বিভাগের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আমু আরও বলেন, প্রধানমন্ত্রী আন্তরিক হয়ে উদ্যোগ নিয়ে বিএনপি নেত্রীকে ফোন দেওয়ার পরও বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। তিনি নির্বাচনে পরাজয়ের কথা ভেবেই আন্দোলনের নামে সহিংসতা করে ভিন্নপথে ক্ষমতায় আসতে চাচ্ছেন।

‘প্রতিদিন মানুষ পুড়িয়ে মারার যে কর্মকাণ্ড চলছে, এর ফল বিএনপি ক্ষমতায় এলে তাদেরও ভোগ করতে হবে’ বলেও জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে কোন দল অংশ নিলো বা না নিলো সেটা বড় বিষয় নয়। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতার মাপকাঠি হলো, কত ভাগ মানুষ নির্বাচনে ভোট দিলো, তার উপর নির্ভর করবে।

নির্বাচন হবে এবং তা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

(দ্য রিপোর্ট/বিএস/এএস/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর