thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

পল ওয়াকার সড়ক দুর্ঘটনায় নিহত

২০১৩ ডিসেম্বর ০১ ১৫:০২:২৮
পল ওয়াকার সড়ক দুর্ঘটনায় নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : হলিউডের জনপ্রিয় অ্যাকশান সিরিজ ফাস্ট অ্যান্ড ফিউরাসের তারকা পল ওয়াকারসড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার বিকেলে লস অ্যাঞ্জেলসের উত্তরে ভ্যালানসিয়ায় এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স ছিলো ৪০ বছর।

তার ফেসবুক পাতা থেকে জানা যায়, ওই গাড়িটি তার এক বন্ধুর ছিলো। তার বন্ধুইগাড়িটিচালাচ্ছিলেন। তিনিও ওই দুর্ঘটনায় মারা যান।ওই সময় ওয়াকার নিজের গড়া দাতব্য প্রতিষ্ঠান রিস আউট ওয়ার্ল্ডওয়াইডের একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন।

লস অ্যাঞ্জেলেসের কান্ট্রি শেরিফের অফিস জানায়, একটি খবরের ভিত্তিতে ডেপুটিরা হাজির হলে দুর্ঘটনাকবলিত গাড়িটি দেখতে পায়। দি সান্তা ক্লারিটা সিগন্যাল জানায়, লাল পোর্শে গাড়িটি একটি বিদ্যুৎ থাম ও গাছের উপর আছড়ে পড়লে দুর্ঘটনাটি ঘটে।এ সময় বিস্ফোরিত গাড়িটিতে আগুন ধরে যায়।

তিনি ফাস্ট অ্যান্ড ফিউরাস সিরিজের সপ্তম পর্বে অভিনয় করছিলেন। আওয়ারসনামে তার আরেকটি চলচ্চিত্র চলতি মাসে মুক্তির কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর