thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ডেমি মুর ও কুচারের চূড়ান্ত বিচ্ছেদ

২০১৩ ডিসেম্বর ০১ ১৫:১০:২৫
ডেমি মুর ও কুচারের চূড়ান্ত বিচ্ছেদ

দ্য রিপোর্ট ডেস্ক : হলিউডের সাড়া জাগানো তারকা ডেমি মুর ও অস্টিন কুচার চুকিয়ে ফেললেন দাম্পত্য জীবন। দুই বছর আলাদা থাকার পর তারা আইনগতভাবে বিচ্ছেদ চূড়ান্ত করেন। বুধবারের লিগ্যাল ডকুমেন্ট থেকে তথ্যটি জানা যায়। খবর পিপল ম্যাগাজিনের।

কুচারের আইনজীবীর বরাত দিয়ে ম্যাগাজিনটি জানায়, তারা পুনরায় সিঙ্গেল পারসন স্ট্যাটাসে ফিরে গেছেন। এই বিচ্ছেদের মাধ্যমে তারা ৩০০ মিলিয়ন ডলারের সম্পত্তি ভাগ করে নিচ্ছেন।

মুর গোস্ট (১৯৯০) ও জিআই জেন (১৯৯৭) এর মতো ব্যবসাসফল ছবিতে অভিনয় করে অভিনেত্রী হিসেবে আলোচনায় আসেন। এর আগে তিনি ১৯৯১ সালে গর্ভবর্তী অবস্থায় ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদ কন্যা হয়ে ব্যাপক পরিচিতি পান। ২০১১ সালের নভেম্বরে কুচার থেকে আলাদা থাকার বিষয়টি মিডিয়ার কাছে খোলাসা করেন।

এই দুই তারকা বিয়ে করেন ২০০৫ সালে। তখন মুরের বয়স ছিলো ৪২, অপরদিকে কুচারের বয়স ছিলো ২৭। এর আগে মুর আরেক তারকা ব্রুস উইলিসের সঙ্গে ১৩ বছর সংসার করেন।

ধারণা করা হচ্ছে এই বিচ্ছেদের মাধ্যমে কুচারের বান্ধবী অভিনেত্রী মিলা কুনিসের সঙ্গে বিয়ের পথটি পরিষ্কার হলো। ‘দ্যাট সেভেনটিজ শো’র এই সহতারকার সঙ্গে কুচার ২০১২ সালের এপ্রিল থেকে প্রেম করছেন।

কুচার টেলিভিশন শো ‘দ্যাট সেভেনটিজ শো’ ও ‘পাঙ্কড’ এর মাধ্যমে বেশি পরিচিত পান। এছাড়া বড় পর্দায় তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ক্যামেরন ডায়েজের সঙ্গে ‘হোয়াট হ্যাপেনস ইন ভেগাস’ (২০০৮) ও নাটালি পোর্টম্যানের সঙ্গে ‘নো স্ট্রিং এটাচড’ (২০১১)।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর