thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বরিশাল বিএম কলেজে সংঘর্ষ

২০১৩ ডিসেম্বর ০১ ১৫:১৪:২৩
বরিশাল বিএম কলেজে সংঘর্ষ

বরিশাল সংবাদদাতা : অনার্স প্রথম বর্ষের ভর্তি ফরম জমা নিয়ে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। ক্যাম্পাসে চলছে উত্তেজনা। রবিবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ছাত্রদল নেতা সুমন অনার্স প্রথম বর্ষের ভর্তি ফরম জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়ালে তাকে সরিয়ে বিএম কলেজ ছাত্র সংসদের (বাকসু) পরিবহন সম্পাদক নূরুল আম্বিয়া বাবু ও সাইদুর রহমান রিমন ফরম জমা দেন। এ সময় হাতাহাতি হলে বিষয়টি কলেজ শিক্ষকরা মীমাংসা করে দেন।

পরে ছাত্রদল নেতা কবির, বহিরাগত ছাত্রদল নেতা সৈকতসহ ৮-১০ জন একত্রিত হয়ে অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আম্বিয়া বাবু ও রিমনকে ধাওয়া করে। এরপর ছাত্রলীগ পাল্টা অবস্থান নিলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে।

কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের ৯ রাউন্ড শটগানের গুলি ছুড়তে হয়েছে। ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

(দ্য রিপোর্ট/বিএস/এএস/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর