thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

পুনঃঅর্থায়ন তহবিল বণ্টনে আবেদনের সময় বৃদ্ধি

২০১৩ ডিসেম্বর ০১ ১৫:৫২:৪২
পুনঃঅর্থায়ন তহবিল বণ্টনে আবেদনের সময় বৃদ্ধি

দ্য রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পুন:অর্থায়ন তহবিলের প্রথম কিস্তি ৩০০ কোটি টাকা বণ্টনে আবেদনের সময় বাড়ানো হচ্ছে আরও ১৫ দিন। এক্ষেত্রে আগের শর্তগুলো শিথিল করা হচ্ছে না বলে জানিয়েছেন পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিযোগকারীদের সহায়তা তহবিলের তদারকি কমিটির আহ্বায়ক মো. সাইফুর রহমান।

রবিবার সকালে পুন:অর্থায়ন তহবিল বন্টনের বিষয়ে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাইফুর রহমান বলেন, ‘পুন:অর্থায়ন তহবিলের প্রথম কিস্তি ৩০০ কোটি টাকা বণ্টনে সময় বাড়ানোর বিষয়টি আজ (রবিবার) চূড়ান্তভাবে ঘোষণা দেওয়া হবে। গত বুধবার বিএসইসিতে অনুষ্ঠিত পুন:অর্থায়ন কার্যক্রম নিয়ে শীর্ষ স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে উল্লেখিত প্রস্তাবের আলোকেই সময় ১৫ দিন বাড়ানা হচ্ছে। ১ ডিসেম্বর থেকে তা কার্যকর হবে।’

গত বৃহস্পতিবার সহায়তা তহবিল কমিটির বৈঠকে সময় বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে কমিটির আহ্বায়ক বলেন, ইতোমধ্যে পুন:অর্থায়নের জন্য পাঁচ থেকে ছয়টি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ১৬শ আবেদন জমা পড়েছে। এসব আবেদনের বিপরীতে আনুমানিক ৫০ কোটি টাকা পুন:অর্থায়ন সুবিধা চেয়েছেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। আশা করছি দুএকদিনের মধ্যে আরও আবেদন জমা পড়বে। এজন্য ছুটির দিনগুলোতেও ঋণ মঞ্জুরি কমিটির অফিস খোলা থাকবে। তদারকি কমিটির বৈঠকে আবেদনের সময় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। আর সময় বাড়ানো হলে কিস্তির পরিমাণ কমে আসবে। পুন:অর্থায়ন কার্যক্রম আগামী ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।

উল্লেখ্য, ভয়াবহ ধসের পর ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের মার্জিন লোনের ৫০ শতাংশ সুদ মওকুফ এবং পুন:অর্থায়ন সহায়তা দিতে ৯০০ কোটি টাকার তহবিল ঘোষণা করা হয়। মোট তিন কিস্তিতে এ অর্থ ছাড় করা হবে। ইতোমধ্যে প্রথম কিস্তির ৩শ কোটি টাকা ছাড় করা হয়েছে। কিন্তু অর্থ নেওয়ার বিষয়ে বিনিয়োগকারীদের মধ্য থেকে আশানুরূপ সাড়া মেলেনি। তাই ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিযোগকারীদের সহায়তা তহবিলের তদারকি কমিটি সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

(দ্য রিপোর্ট/এনটি/জেএম/ডিসেম্বর ০১, ২০১৩)

পুনঃঅর্থায়ন তহবিল বণ্টনে আবেদনের সময় বৃদ্ধি - See more at: http://thereport24.com/?page=details&article=24.4474#sthash.tFIUmoTE.dpuf
পুনঃঅর্থায়ন তহবিল বণ্টনে আবেদনের সময় বৃদ্ধি - See more at: http://thereport24.com/?page=details&article=24.4474#sthash.tFIUmoTE.dpuf

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর