thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

পুড়িয়ে মারার বিরুদ্ধে আইন করবে সরকার : ইনু

২০১৩ ডিসেম্বর ০১ ১৫:৫৪:১৯
পুড়িয়ে মারার বিরুদ্ধে আইন করবে সরকার : ইনু

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ ডিসেম্বর। তবে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচন কমিশন মনোনয়নপত্র জমাদানের তারিখ পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হাসানুল হক ইনু।

জাতীয় জাদুঘরে রবিবার ৩৯ বাংলাদেশি কারুশিল্পীর শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। প্রদর্শনীতে অংশগ্রহণকারী কারুশিল্পীরা ২রা জুলাই থেকে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত জাপানে অনুষ্ঠিত সাউথ ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিবল ২০১৩-এ অংশগ্রহণ করে এসেছেন।

হাসানুল হক ইনু বলেন, বিরোধী দলীয় নেত্রী বেগম জিয়া জঙ্গিবাদীদের সঙ্গে নিয়ে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার ব্যবস্থা করেছেন। যারা আগুন দিয়ে নৃশংসভাবে মানুষ পুড়িয়ে মারছেন তার দায়দায়িত্ব তাদেরকেই নিতে হবে। সরকার খুব শিগগিরই আগুন দিয়ে পুড়িয়ে মারা বন্ধে আইন করবে বলে ঘোষণা দেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জঙ্গিবাদ ও মৌলবাদীদের অপতৎপরতা। জঙ্গিবাদকে বর্জন না করলে দেশের গণতন্ত্র রক্ষা পাবে না। গণতন্ত্রকে রক্ষা ও আগুন দিয়ে পুড়িয়ে মারার বিরুদ্ধে সরকার আইন তৈরি করতে যাচ্ছে। ৭১ সালে পাকিস্তানিরা যেমন পরাজিত হয়েছিল তেমনিই জঙ্গিবাদী গোষ্ঠীও ভবিষ্যতে পরাজিত হবে। যারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে তাদেরকে কোনোরকম ছাড় দেবে না সরকার।

জঙ্গিবাদ আর গণতন্ত্র একসঙ্গে চলে না বলেও মন্তব্য করেন মন্ত্রী। নির্বাচনে যেমন গণতন্ত্র প্রয়োজন তেমনি জঙ্গিবাদ ও মৌলবাদ বর্জন করাও প্রয়োজন বলে মনে করেন তিনি।

মন্ত্রী বলেন, কারুশিল্পকে একটি প্রান্তিক গোষ্ঠী বাঁচিয়ে রেখেছে। বিদেশে বাংলাদেশের কারুশিল্পের যথেষ্ট সুনাম রয়েছে। এই শিল্পকে রক্ষা করতে সরকার বদ্ধপরিকর।

(দ্য রিপোর্ট/বিকে/জেএম/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর