thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

এজেন্টদের পেছনে খরচের রেকর্ড ইংলিশ ক্লাবগুলোর

২০১৩ ডিসেম্বর ০১ ১৬:২৬:৪৮
এজেন্টদের পেছনে খরচের রেকর্ড ইংলিশ ক্লাবগুলোর

দ্য রিপোর্ট ডেস্ক : গত মৌসুমে সেরা কোচ ও ফুটবলারদের দলে ভেড়াতে প্রচুর অর্থ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।এজন্য এজেন্টদের পেছনে ক্লাবগুলোর রেকর্ড ৯৬ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছে। এককভাবে সবচেয়ে বেশি ব্যয় করেছে চেলসি। ব্লুজদের খরচ হয়েছে ১৩ মিলিয়ন পাউন্ড।

দলবদলের মৌসুমে গত বছর চেলসির কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন হোসে মরিনহো। স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে পর্তুগিজ কোচ আবারও যোগ দেন ব্লুজদের শিবিরে।খেলোয়াড়দের মধ্যে আন্দ্রে শ্রুরলে ও উইলিয়ানকেও দলে নেয় তারা।

চেলসির পরই এজেন্টদের বেশি অর্থ দিয়েছে ম্যানচেস্টার সিটি। তাদের খরচ হয়েছে ১১ মিলিয়ন পাউন্ড।কোচ হিসেবে সার্জিও আগুয়েরোদের সঙ্গে যোগ দেন ম্যানুয়েল পেল্লেগ্রিনি। আর খেলোয়াড় হিসেবে ম্যানসিটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন জেসাস নাভাস, স্টেভান জোভেতিক ও আলভারো নেগ্রেদো।

ম্যানসিটির নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড দলের সামর্থ্য বাড়াতে খরচ করেছে ৪ মিলিয়ন পাউন্ড।এছাড়া টটেনহ্যাম হটস্পার ৯ মিলিয়ন পাউন্ড, লিভারপুল ৯ মিলিয়ন পাউন্ড, নিউক্যাসল ইউনাইটেড ৭ ও আর্সেনাল খরচ করেছে ৫ মিলিয়ন পাউন্ড।

শুধু কোচ ও খেলোয়াড়দের জন্যই নয়; নতুন টিভি স্বত্ব পেতেও এজেন্টদের অর্থ দিয়েছে ক্লাবগুলো। এটার পরিমাণও নেহাত কম নয়। এজন্য বিভিন্ন ক্লাব মিলে খরচ করেছে ১৯ মিলিয়ন পাউন্ড।

(দ্য রিপোর্ট/সিজি/এমআই/ডিসেম্বর ১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর