thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

সংকট নিরসনে জাতীয় সংলাপ ডাকার অনুরোধ রবের

২০১৩ ডিসেম্বর ০১ ১৬:৩৬:৩০
সংকট নিরসনে জাতীয় সংলাপ ডাকার অনুরোধ রবের

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সংলাপ ডাকার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।

রবিবার বিকেল সোয়া চার টায় বঙ্গবভনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে অপেক্ষমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

আব্দুর রব বলেন, ‘দেশের বর্তমান সাংঘর্ষিক রাজনৈতিক পরিস্থিতি আমরা রাষ্ট্রপতিকে অবহিত করেছি। রাষ্ট্রপতি আমাদের সাংবিধানিক সীমার মধ্যে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন।’

এর আগে বিকেল ৩ টায় ছয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে যান জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন। বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে লিখিত প্রস্তাবনা উপস্থাপন করেন আবদুল মালেক রতন।

আ স ম আব্দুর রব জানান, রাষ্ট্রপতি জেএসডি নেতাদের বক্তব্য শুনেছেন এবং সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে সংকট নিরসনে সর্বাত্মক উদ্যোগ নেবেন বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন।

প্রতিনিধি দলে ছিলেন জেএসডি সিনিয়র সহ-সভাপতি এম এ গোফরান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউল করিম ফারুক, মোঃ সিরাজ মিয়া ও আবদুল খালেক।

(দ্য রিপোর্ট/সাআ/এমডি/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর