thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ডব্লিউটিওর বালি সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দল

২০১৩ ডিসেম্বর ০১ ১৭:০১:৩৩
ডব্লিউটিওর বালি সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের নবম সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার বালিতে পৌঁছেছে বাংলাদেশ প্রতিনিধি দল। মন্ত্রী পর্যায়ের সম্মেলন হলেও বাণিজ্যমন্ত্রী জিএম কাদের যাচ্ছেন না। তার পরিবর্তে বাণিজ্য সচিব মাহবুব আহমদ নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ প্রতিনিধি দলের। শনিবার রাতে এ প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকসী রবিবার দুপুরে দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারি ও বিভিন্ন বেসরকারি বাণিজ্যিক সংগঠনের ১৭ জন সদস্য রয়েছেন এই প্রতিনিধি দলে।

বালি সম্মেলনে বাণিজ্যমন্ত্রীর না যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে লতিফ বকসী বলেন, মন্ত্রী এখন ঢাকার বাইরে রয়েছেন। নির্বাচনী ঝামেলার কারণে তিনি যাচ্ছেন না।

উল্লেখ্য, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের নবম সম্মেলন মঙ্গলবার থেকে ইন্দোনেশিয়ার বালিতে শুরু হচ্ছে। তিনদিনব্যাপী এ সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার। প্রতি দুই বছর পরপর বিশ্ব বাণিজ্য সংস্থার সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম হিসেবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এবারের বালি সম্মেলনে চলমান দোহা রাউন্ডের কিছু ইস্যু বিশেষ করে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশের অনুকূলে উন্নত ও উন্নয়নশীল দেশসমূহে শুল্ক-মুক্ত বাজার সুবিধা; প্রিফারেনশিয়াল বা শুল্ক-মুক্ত স্কীম এর রুল্স অব অরিজিন সহজ, স্বচ্ছ ও শিথিল করা এবং সেবা খাতের বাণিজ্যে স্বল্পোন্নত দেশসমূহের অনুকুলে ‘প্রেফারেনশিয়াল মার্কেট একসেস’ প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের বিষয়ে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

এ ছাড়া সম্মেলন চলাকালে দ্বি-পাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্য সচিবের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আলোচনায় মিলিত হবেন বলে মন্ত্রণালয় জানায়।

(দ্য রিপোর্ট/এস আর/এসবি / ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর