thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

মার্চে মুক্তি পাবে একাত্তরের মা জননী

২০১৩ ডিসেম্বর ০১ ১৭:০৪:২৫
মার্চে মুক্তি পাবে একাত্তরের মা জননী

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারি অনুদানের চলচ্চিত্র ‘একাত্তরের মা জননী’ আগামি মার্চে মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন ছবির পরিচালক শাহ আলম কিরণ।

আনিসুল হকের ‘জননী সাহসিনী ১৯৭১’ অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘একাত্তরের মা জননী’। শাহ আলম কিরনের পরিচালনায় চলচ্চিত্রটির শুটিং শুরু হয় ১৬ জুলাই। এরই মধ্যে রাজধানীর এফডিসি, নরসিংদীর কবি শামসুর রাহমানের বাড়িতে শুটিং হয়েছে। একাত্তরের মা জননী নিয়ে পরিচালক বলেন, ‘চলচ্চিত্রটির আশি ভাগ শুটিং শেষ হয়ে গেছে। এখন সেনাবাহিনীর অংশটি বাকি আছে। তারপর আমরা ডাবিং ও এডিটিংয়ের কাজ করবো। ২০১৪ সালের মার্চে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে।’

এ ছবিতে অভিনয় করেছেন আগুন, নিপুণ, শাকিল আহমেদ, মম মোর্শেদ, সাজু, শিশুশিল্পী সোহানসহ আরো অনেকে।

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর