thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

মুক্তিযুদ্ধের নাটকে মৌ

২০১৩ ডিসেম্বর ০১ ১৭:০৫:৩৫
মুক্তিযুদ্ধের নাটকে মৌ

দ্য রিপোর্ট প্রতিবেদক : মুক্তিযুদ্ধের নাটকে অভিনয় করলেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ফরিদুর রেজা সাগরের মূল ভাবনা ও সাগর জাহানের রচনায় ‘গৌরবের সেই বাড়ি’ নাটকটি পরিচালনা করেছেন অরুন চৌধুরী।

বিজয় দিবসের আর মাত্র ১৫ দিন বাকি। নভেম্বর থেকেই শুরু হয়েছে মুক্তিযুদ্ধের নাটক নির্মাণের কাজ। সম্প্রতি পরিচালক অরুন চৌধুরী শেষ করলেন তার ‘গৌরবের সেই বাড়ি’ নাটকটির শুটিং। বর্তমানে সম্পাদনার কাজ চলছে।

নাটকের কাহিনীতে দেখা যাবে, মৌ বিদেশ থেকে নিজের গ্রামের বাড়িতে আসে। এসে জানতে পারে তাদের অনেক বছরের পুরোনো বাড়িটি তার আত্মীয়-স্বজনরা বিক্রি করে দিতে চাচ্ছে।

তাদের মতে, বাড়িতে ভূত আছে। মৌ খোঁজ নিয়ে জানতে পারে, এই বাড়িটি মুক্তিযুদ্ধের সাক্ষী। মৌ তার বাড়ি বিক্রি করতে চায় না। আর এভাবেই এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।

নাটকটির শুটিং হয়েছে গাজীপুরের কালিয়াকৈরের শ্রীফলতলী জমিদার বাড়িতে।

নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, উর্মিলা, আসিব চৌধুরীসহ আরো অনেকে। বিজয় দিবস উপলক্ষে নির্মিত নাটকটি ১৬ ডিসেম্বর একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/ডিসেম্বর ১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর