thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বিদায় নিলেন এইচটি ইমাম

২০১৩ ডিসেম্বর ০১ ১৭:২২:১১
বিদায় নিলেন এইচটি ইমাম

দ্য রিপোর্ট প্রতিবেদক : সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিদায় নিলেন প্রধানমন্ত্রীর সাবেক জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম।

রবিবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরি কক্ষে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৩০ মিনিটব্যাপী এ অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদার উপস্থিত ছিলেন।

বিদায় অনুষ্ঠানে নিজের কাজের অভিজ্ঞতা বর্ণনা করে এইচটি ইমাম বলেন, আগামীতে যে সরকারই আসুক আপনারা আপনাদের দায়িত্ব পালন করে যাবেন। সরকার আসবে সরকার যাবে কিন্তু আপনারা বিধিবিধান অনুযায়ী কাজ করে যাবেন।

আবদুস সোবহান শিকদার এইচটি ইমামের প্রশংসা করে বলেন, তার ভূমিকার জন্য এ সরকারের সময়ে সরকারি চাকরিজীবীদের চাকরীর মেয়াদ বৃদ্ধি পেয়েছে, পে-কমিশন গঠন ও অনেক কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।

এ অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমামসহ চার উপদেষ্টা ২৬ নভেম্বর প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন।বর্তমানে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংখ্যা ৬ জন।

(দ্য রিপোর্ট/আরএমএম/এসবি/০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর