thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

অবরোধে ব্যাংক লেনদেন স্থবির

২০১৩ ডিসেম্বর ০১ ১৭:৩৬:২১
অবরোধে ব্যাংক লেনদেন স্থবির

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের টানা ৭২ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিন রবিরার ব্যাংকের লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে।

সরেজমিনে দেখা যায়, ব্যাংকপাড়া হিসাবে পরিচিত মতিঝিলের বেশিরভাগ ব্যাংকে গ্রাহক উপস্থিতি ছিল কম। ব্যাংকগুলোর প্রধান ফটক বন্ধ ছিল। অন্যান্য কর্মদিবসের তুলনায় লেনদেন ছিল কম। তবে বৈদেশিক লেনদেন ছিল কিছুটা স্থিতিশীল।

লেনদেনের বিষয়ে সাউথ-ইস্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আনামুল হক বলেন, অবরোধের কারণে ব্যাংকের লেনদেন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে চলতে থাকলে সার্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

অন্যান্য ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংকেও গ্রাহক উপস্থিতি ছিল খুবই কম। লেনদেন হয়েছে সামান্য।

এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ক্যাশ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রবিবার সারা দিনে সাড়ে চারশ কোটি টাকা লেনদেন হয়েছে। অন্যান্য দিনে এ লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়।

তবে অবরোধে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক লেনদেন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল।

লেনদেনের বিষয়ে মিডল্যান্ড ব্যাংকের বৈদেশিক শাখার প্রধান হারুনুর রশিদ বলেন, বৈদেশিক লেনদেন স্থিতিশীল ছিল সন্তোষজনক।

(দ্য রিপোর্ট/এএইচ/এমডি/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর