thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

নওশীনের রাত্রিকথন

২০১৩ ডিসেম্বর ০১ ১৭:৪২:১৮
নওশীনের রাত্রিকথন

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনের পরিচালনায় ‘রাত্রিকথন’ নাটকে অভিনয় করেছেন নওশীন নাহরীন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক জোবায়ের আলম।

একজন মানুষের বাড়ি ফেরার যে তাড়া বা পিছুটান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে সেটিই ‘রাত্রিকথন’ নাটকে তুলে ধরা হয়েছে। নাটকটিতে একজন যুবক স্বাভাবিক বাস্তবতার বিপরীতে দাড়িয়ে খুঁজে পায় জীবনের আসল রূপ।

এ প্রসঙ্গে মামুন বলেন, ‘কাহিনীর প্রয়োজনেই নওশীনকে নিয়েছি। আর নাটকের কিছু তথ্য সংগ্রহের জন্য জোবায়ের আলমের সঙ্গে দেখা হয়ে যায়। তাকে নাটকের মূল চরিত্রে অভিনয় করতে বলি এবং গল্পশুনে তিনি রাজি হয়ে যান।’

সম্পূর্ণ রাতের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রাত্রিকথন’। নওশীন, জোবায়ের ছাড়া এতে অভিনয় করেছেন শরিফুল, মুনিরা মিঠু, আহাদ, মুক্তি, তানভীর, তন্দ্রাসহ আরো অনেকে। একটি বিশেষ চরিত্রে অভিয় করেছেন রহমত আলী।

অ্যাকশন-কাট এন্টারটেনমেন্টের ব্যানারে নির্মিত এই নাটকটির শুটিং শেষ। শশী হিমুর রচনা ও অনন্য মামুনের পরিচালনায় ‘রাত্রিকথন’ খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর