thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

শ্রীলঙ্কার বিপক্ষে নেই ইরফান

২০১৩ ডিসেম্বর ০১ ১৭:৪৮:২৪
শ্রীলঙ্কার বিপক্ষে নেই ইরফান

দ্য রিপোর্ট ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট ও ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান। হ্যামস্ট্রিং ইনজুরির জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজের শেষ টোয়েন্টি২০তে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন বাঁহাতি এই পেসার। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে ৪ সপ্তাহের বিশ্রাম দিয়েছেন চিকিৎসকরা।

এ বিষয়ে পিসিবির একজন কর্মকর্তা বলেছেন, ‘এ মুহূর্তে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে ইরফান। পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে ৪ সপ্তাহ লাগতে পারে তার। তাই শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে খেলতে পারবে না সে।’

এদিকে ইরফানের বিকল্প হিসেবে অভিজ্ঞ পেসার ওমর গুলকে দলে নেওয়ার চিন্তা-ভাবনা করছেন নির্বাচকরা। গত মে মাসে অস্ট্রেলিয়ায় হাঁটুর অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া শেষে ঘরোয়া লিগে বেশ কিছু ম্যাচ খেলেছেন তিনি।

(দ্য রিপোর্ট/এমআই/সিজি/ডিসেম্বর ১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর