thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

মনোনয়নপত্র জমা দিলেন মতিয়া চৌধুরী

২০১৩ ডিসেম্বর ০১ ১৮:২১:৪২
মনোনয়নপত্র জমা দিলেন মতিয়া চৌধুরী

শেরপুর সংবাদদাতা : দশম জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালীতাবাড়ী) আসনের আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মানোনয়নপত্র জমা দিলেন মতিয়া চৌধুরী।

রবিবার দুপুর সাড়ে ১২টায় নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদের নিকট তিনি নিজে মনোনয়নপত্র জমা দেন। এ সময় প্রবীণ শিক্ষাবিদ মোঃ আসাদুজ্জামান, ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট খোরশেদ আলম, উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা উম্মে কুলসুম রেনু, জেলা আয়াওমী লীগের মহিলা সম্পাদিকা ফওজিয়া আক্তার, নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম জিন্নাহসহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে নকলা কোর্ট বিল্ডিং চত্বরে মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সংক্ষিপ্ত ভাষণ দেন মতিয়া চৌধুরী।

তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার সহকর্মী হিসেবে আমরা গত ৫ বছরে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে বিদুৎ, শিক্ষা, যোগাযোগ ও কৃষিখাতে প্রভূত উন্নয়ন স্বাধন করেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবারও নৌকা মার্কায় ভোট চাই।’

(দ্য রিপোর্ট/এসএম/এমসি/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর