thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

টোয়েন্টি২০ বাছাইপর্ব : বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত

২০১৩ ডিসেম্বর ০১ ১৮:৩৮:৪৭
টোয়েন্টি২০ বাছাইপর্ব : বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : টোয়েন্টি২০ বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ কোন দলগুলো তা নিশ্চিত হয়েছে। রবিবার নিশ্চিত হয়েছে দলগুলে। বাছাই পর্বে বাংলাদেশ ‘এ’ গ্রুপ থেকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আফগানিস্তান, নেপাল ও হংকংকে। আর ‘বি’ গ্রুপে খেলবে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, সংযুক্ত আবর আমিরাত ও নেদারল্যান্ডস। এখান থেকে সেরা ২ দল চূড়ান্ত পর্বে খেলবে।

১৬ মার্চ থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু বাছাই পর্বের লড়াই। পয়েন্ট তালিকায় বাংলাদেশের গ্রুপের সেরা দল ও জিম্বাবুয়ের গ্রুপের সেরা দল মূল পর্বে খেলবে। তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডকে। এ ৮টি দলের সঙ্গে মূল পর্বে যোগ দেবে প্রথম পর্বে সেরা হওয়া ২টি দল। বাংলাদেশ যদি প্রথম পর্বের সেরা দল হয় তাহলে মূল পর্বে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে। আর জিম্বাবুইয়ে গ্রুপের সেরা হলে মূল পর্বে পাবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে। উল্লেখ্য, টোয়েন্টি২০ বিশ্বকাপ শুরু হতে এখনও সাড়ে ৩ মাস বাকি।

এদিকে আইসিসি এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় পর‌্যায়ের টিকিট বিক্রি শুরু হবে ১ ফেব্রয়ারি। বাংলাদেশে এনসিসি ও অগ্রণী ব্যাংকের ১০০টি শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে। অবশ্য এর আগে আইসিসির নির্ধারিত ওয়েবসাইট থেকে নাম এন্ট্রি করিয়ে নিতে হবে।

বাছাইপর্বের দলগুলো-

গ্রুপ ‘এ’ : বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল ও হংকং।

গ্রুপ ‘বি’ : জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, সংযুক্ত আবর আমিরাত ও নেদারল্যান্ডস।


বাছাইপর্বের ফিকশ্চার

রবিবাব ১৬ মার্চ : আফগানিস্তান-বাংলাদেশ, মিরপুর; হংকং-নেপাল, চট্টগ্রাম।

সোমবার ১৭ মার্চ : আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে, সিলেট; সংযুক্ত আবর আমিরাত-নেদারল্যান্ডস, সিলেট।
মঙ্গলবার ১৮ মার্চ : হংকং-আফগানিস্তান, চট্টগ্রাম; নেপাল-বাংলাদেশ, চট্টগ্রাম।
বুধবার ১৯ মার্চ : জিম্বাবুয়ে-নেদারল্যান্ডস, সিলেট ; সংযুক্ত আবর আমিরাত-আয়ারল্যান্ড, সিলেট।
বৃহস্পতিবার ২০ মার্চ : নেপাল- আফগানিস্তান, চট্টগ্রাম ; হংকং-বাংলাদেশ, চট্টগ্রাম।
শুক্রবার ২১ মার্চ : সংযুক্ত আবর আমিরাত-জিম্বাবুয়ে, সিলেট; আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস, সিলেট।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/ডিসেম্বর ১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর